একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবার (ফেব্রুয়ারি ১০, ২০২৪) ও সোমবারের আবহাওয়া পূর্বাভাস: সোমবার পুরো দেশ কুয়াশা মুক্ত ও শৈত্যপ্রবাহ মুক্ত থাকার সম্ভাবনা

Blog Image
Email : 4567k 12k

রবিবার (ফেব্রুয়ারি ১০, ২০২৪) ও সোমবারের আবহাওয়া পূর্বাভাস: সোমবার পুরো দেশ কুয়াশা মুক্ত ও শৈত্যপ্রবাহ মুক্ত থাকার সম্ভাবনা

শৈত্যপ্রবাহ ও কুয়াশা আপডেট ও পূর্বাভাস

আজ রবিবার সকাল ৬ টার বেজে ৩০ মিনিটের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে বাংলাদেশের কোন জেলার মধ্যে কুয়াশার উপস্থিতি লক্ষ করা যায় নি।

আজ রবিবার সকাল ৬ টার সময়কার তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ পুরো দেশের মধ্যে শুধুমাত্র রংপুর বিভাগের পঞ্চগড় জেলার উপরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে (৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামীকাল সোমবার পঞ্চগড় জেলা ছাড়া দেশের অন্য কোন জেলায় শৈত্যপ্রবাহ তাপমাত্রা না থাকার সম্ভাবনাই বেশি।

রবিবারের বৃষ্টিপাত পূর্বাভাস

আজ রবিবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল সোমবার বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই।

পশ্চিমা লঘু চাপের প্রভাবে আগামী ১৪ ই ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে ১৬ ই ফেব্রুয়ারি দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। মূল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি ১৪ ই ফেব্রুয়ারি মধ্য রাতের পর থেকে ১৫ ই ফেব্রুয়ারি দুপুর ১২ টার মধ্যে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনিসংহ, ঢাকা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে।

ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ২ টার মেঘের চিত্র।

রবিবার (ফেব্রুয়ারি ১১, ২০২৪) সন্ধ্যার পর থেকে সোমবার (ফেব্রুয়ারি ১২, ২০২৪) দুপুর পর্যন্ত কুয়াশা পূর্বাভাস

আজ রবিবার মধ্য রাতের পর থেকে আগামীকাল সোমবার সকাল ১০ টার মধ্যে বাংলাদেশে কোন জেলাগুলোর উপরে কুয়াশা না থাকার সম্ভাবনা খুবই বেশি।


আজকের দৈনন্দিন সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল সকালের শৈত্যপ্রবাহ আপডেট

আজ রবিবার (ফেব্রুয়ারি ১১, ২০২৪) পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস

আজ রবিবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল সোমবার দুপুর ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আজ রবিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৯ টার মধ্যে পশ্চিমবঙ্গের সকল জেলা কুয়াশা মুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

আগামীকাল সোমবার সকাল ৬ টার সময় পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলার উপরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

 

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা ১৪ ও ১৫ ই ফেব্রুয়ারী

 

  • ১৪ ই ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে ১৫ ই ফেব্রুয়ারি রাত ১২ টার মধ্যে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা।
  • মূল বৃষ্টিপাতের সম্ভাবনা ১৪ ই ফেব্রুয়ারী সন্ধার পর থেকে ১৫ ই ফেব্রুয়ারী দুপুর ১২ টার মধ্যে।
  • সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর উপরে।
  • দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা ও ঢাকা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর উপরে।
  • ৩য় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল, চট্রগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর উপরে।
  • সামান্য পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান (১৪ থেকে ১৫ ই ফেব্রুয়ারী।

বিশৃষ বৃষ্টিপাত সতর্কতা

  • ফুল চাষিদের জন্য পরামর্শ: জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্হা করে রাখা।
  • আলু ও পেয়াজ চাষিদের জন্য পরামর্শ: কৃত্রিম সেচ না দেওয়া। পানি নিষ্কাশনের ব্যবস্হা করা।
  • তরমুজ চাষিদের জন্য পরামর্শ: অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্হা করে রাখা।
  • ইট ভাটা মালিকদের জন্য পরামর্শ: কাঁচা ইট রক্ষায় ব্যবস্হা গ্রহণের পরামর্শ

 

Related Post