একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

আজ দুপুর ৩ টার পরে আবারও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে যাচ্ছে

Blog Image
Email : 4567k 12k

আজ দুপুর ৩ টার পরে আবারও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে যাচ্ছে

ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গতকাল বুধবার রাত ১১ টার পর একটি ও ভোর ৪ টার পর ২য় বৃষ্টি বলয় খুলনা বিভাগের উত্তরের জেলাগুলো ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের (রাজশাহী ও পাবনা জেলা), ঢাকা বিভাগের পশ্চিম-পাশের সকল জেলা চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করেছে আজ দুপুর ২ টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ বিমানবাহিনীর যশোর রাডার থেকে প্রাপ্ত দুপুর দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটের রিফলেকটিভিটি মানচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নতুন করে আর একটি বৃষ্টি বলয় খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে দিয়ে অতিক্রম করতে যাচ্ছে দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। এই বৃষ্টি বলয় সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ও ভোলা জেলার উপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

ছবির ব্যাখ্যা: বাংলাদেশ বিমান বাহিনীর যশোর জেলায় অবস্থিত রাডার থেকে প্রাপ্ত দুপুর ২ টা বেজে ৫৪ মিনিটে প্রাপ্ত রিফলেকটি ভিটি চিত্র (ছবিতে লাল রং ভারি বৃষ্টি, হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা পরিমাণ বৃষ্টি নির্দেশ করে)।

ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমান বাহিনী

 

Related Post