একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বৃহঃপতিবারের (মার্চ ৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 45649k 12k

বৃহঃপতিবারের (মার্চ ৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস


আজ বৃহঃপতিবার (মার্চ ৭, ২০২৪) সকাল ১০ টা বেজে ৩০ মিনিট সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ সম্পূর্ণ রূপে মেঘমুক্ত অবস্থায় রইলেও ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের উপরে একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণ-পশ্চিম পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ওড়িশা রাজ্যের আকাশ ঘন মেঘের আবরণে ঢাকা রয়েছে। এই মেঘ দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের মেদনিপুর ও দক্ষিণ চব্বিশ-পরগনা জেলা ও বাংলাদেশের সাতক্ষীরা জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল শুক্রবার সকাল ১১ টার মধ্যে।

আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন সূচক ও চিত্র বিশ্লেষণ করে আগামী ১ সপ্তাহ পূর্ব-ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ আকাশ জুড়ে বায়ুর উচ্চ-চাপ অবস্থা বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বায়ুর এই উচ্চ-চাপ অবস্থার কারণে মেঘ সৃষ্টি হতে বাধাপ্রাপ্ত হচ্ছে ও এই অবস্থা প্রায় ১ সপ্তাহ অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে আগামী ১ সপ্তাহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আজ বৃহঃপতিবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ১০ টা বেজে ৩০ মিনিট সময়কার দৃশ্যমান চিত্র।

বৃহঃপতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল শুক্রবার সকালের কুয়াশা পূর্বাভাস

-------> আজ বৃহঃপতিবার পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ১১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

------> আগামীকাল শুক্রবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অপেক্ষাকৃত ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ৩ বিভাগের জেলাগুলোর সকাল ৬ টার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভবানা রয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস

আজ বৃহঃপতিবার দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে বান্কুরা, পুরুলিয়া, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ-পরগনা জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ-পরগনা জেলার উপরে কুয়াশা পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আগামী ৭ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (১৩ ই মার্চ পর্যন্ত)


আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত আজ ৭ ই মার্চের পূর্বাভাস অনুসারে মার্চ মাসের ১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ১৪ ও ১৫ ই মার্চ বাংলাদেশের সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের গ্রীষ্ম মৌসুমের প্রথম তাপ-প্রবাহের অগ্রিম পূর্বাভাস

 

২০২৪ সালের গ্রীষ্ম মৌসুমের প্রথম তাপ-প্রবাহ শুরুর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ১৩ ই মার্চের পর থেকে ১৫ ই মার্চের মধ্যে। সম্ভব্য এই তাপ-প্রবাহ ১০ দিনের বেশি স্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাপ-প্রবাহ প্রথমে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে শুরু হয়ে পর্যায়ক্রমে তা দেশের অন্যান্য বিভাগের জেলাগুলোর উপরে বিস্তার লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের ১৫ তারিখের পর থেকে ২৫ তারিখের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর দুপুর ১২ টার থেকে দুপুর ৩ টার মধ্যে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার প্রবল সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামী ১৫ ই মার্চ দুপুর ১২ টার সময় খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য তাপমাত্রা।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামী ১৫ ই মার্চ দুপুর ১২ টার সময় খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য গড় তাপমাত্রার বিচ্যুতি ( নির্দিষ্ট দিনের ঐ সময়ের তাপমাত্রার ৩০ বছরের গড় অপেক্ষা)।


বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত পূর্বাভাস আবহাওয়া পূর্বাভাস মডেল, রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। কোন স্থানের আবহাওয়া ১ থেকে ৩ ঘন্টার ব্যবধানে উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন হতে পারে।

 

 

 

Related Post