একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের (২৯ শে আগস্ট) আবহাওয়া পূর্বাভাস: রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা

Blog Image
Email : 458k 12k

বৃহস্পতিবারের (২৯ শে আগস্ট) আবহাওয়া পূর্বাভাস: রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা

প্রায় ২ সপ্তাহ ধরে এক নাগাড়ে বৃষ্টির পরে আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের আকাশে শরৎ কালের আবহাওয়া দেখা দিয়েছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পাওয়া গেছে। আজ দিনের বেলা রংপুর বিভাগ ছাড়া অন্য ৭ টি বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত সিলেট, চট্টগ্রাম ও ময়মনিসংহ বিভাগের ভারতীয় সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে বন্যার পানি দ্রুত নেমে যাবে। আগামীকাল শুক্রবারের মধ্যে ফেনী ও কুমিল্লা জেলার বেশিভাগ উপজেলার বন্যা দুর্গত মানুষ নিজ-নিজ বাড়ি-ঘরে ফেরত যেতে পারে বলে আশা করা যাচ্ছে। আগামীকাল শুক্রবার থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যার পানিও নামা শুরু করার আশা করা যাচ্ছে।

আজ বৃহস্পতিবারের বিভাগ ভিত্তিক বৃষ্টিপাত পূর্বাভাস নিম্নরূপ:

রংপুর: আজ দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, ও দিনাজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

চট্টগ্রাম: আজ সন্ধ্যার পূর্বে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৭ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ: আজ সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৭ টার মধ্যে শেরপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল সকাল ৭ টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। তবে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপকূলীয় উপজেলায় হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে।


বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। তবে বরিশাল বিভাগের কোন-কোন উপকূলীয় উপজেলায় হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে।


রাজশাহী: রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। তবে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ উপজেলায় হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। তবে ঢাকা বিভাগের শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর জেলার কোন-কোন উপজেলায় হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের তোলা)

পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

ত্রিপুরা রাজ্য: আজ সন্ধ্যার পূর্বে ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাত ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৭ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের দুই একটি জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আসাম: আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার উপরে আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৭ টার মধ্যে।

Related Post