একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় (নাম হবে রিমাল) সৃষ্টির আশংকা: আপডেট ১

Blog Image
Email : 78981k 12k

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় (নাম হবে রিমাল) সৃষ্টির আশংকা: আপডেট ১

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মেয় মাসের ৩য় সপ্তাহে। ঘূর্ণিঝড়ই যদি বাস্তবে সৃষ্টি হয় তবে ঘূর্ণিঝড়টির নাম হবে রিমাল। এই নামটি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দেওয়??। যেহেতু বর্ষার পূর্বের ঘূর্ণিঝড় মৌসুম মার্চ মাসে শুরু হলেও আজ ২৮ শে এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগরে কোন ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয় নাই; তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে। সম্ভব্য ঘূর্ণিঝড়টি যেহেতু মে মাসের ১৫ তারিখের পরে সৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে তাই সম্ভব্য এই ঘুর্নিঝড়ট খুবই শক্তিশালি হওয়ার আশংকা করা যাচ্ছে। মে মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে অপেক্ষাকৃত সঠিক ধারনা পাওয়া যাবে সম্ভব্য ঘূর্ণিঝড়টির শক্তি কেমন হবে ও কোন উপকূলে আঘাত করার আশংকা বেশি।

আজ ২৮ শে এপ্রিলের তথ্য বিশ্লেষণ করে সম্ভব্য ঘূর্ণিঝড়ই সম্বন্ধে নিম্নোক্ত বৈশিষ্ট্য হওয়ার আশংকা করা যাচ্ছে।

ঘূর্ণিঝড়টি সৃষ্টির সম্ভব্য সময়: ১৩ থেকে ১৭ শে মে

স্থলভাগে আঘাতের সম্ভব্য সময়: ২০ থেকে ২৪ শে মে

স্থলভাগে আঘাতের সম্ভব্য স্থান: ভারতের ওড়িশা উপকূল থেকে মায়ানমারের রাখাইন রাজ্য

স্থল ভাগে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ: বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে আঘাত করলে ঘন্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার; পূর্ব উপকূলে আঘাত করলে ঘন্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।

ছবি: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল অনুসারে বঙ্গোপসাগরে সৃষ্ট সাম্ভ্য ঘূর্ণিঝড়টির আগামী ১৪ ই মে আন্দামান ও নিকবার দ্বীপে পশ্চিম পাশের অবস্থার করার আশংকা করা যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য:

মে মাসের ৫ তারিখের মধ্যে সঠিক ধারনা পাওয়া যাবে সম্ভব্য ঘূর্ণিঝড়টির শক্তি কেমন হবে ও কোন উপকূলে আঘাত করার আশংকা বেশি।

Related Post