আজ রবিবার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত নৌ ও সড়ক পরিবহণের জন্য জরুরী কুয়াশা পূর্বাভাস
ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত রবিবার দুপুর ২ টা বেজে ৪০ মিনিটের সময় কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ দিনের অবশিষ্ট সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। বরিশাল ও খুলনা বিভাগের যে সকল জেলার উপরে এখন পর্যন্ত কুয়াশা রয়েছে সেই সকল জেলায় আজ সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে আজ রবিবার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনিসংহ, ও বরিশাল বিভাগের সড়ক ও মহাসড়কগু ও নৌ পথে ভারি কুয়াশা অবস্থা বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আজ রাতে সড়ক ও মহাসড়কে বাস-ট্রাক ও নৌ পথে জাহাজ চলাচলে প্রচণ্ড ঝুঁকি রয়েছে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো যাচ্ছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে (দুপুর ৩ টা, জানুয়ারি ১২৪ ২০২৪) বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে কুয়াশার বিস্তার দেখা যাচ্ছে ।
মহাসড়কে বাস-ট্রাক চলাচল ঝুঁকি ও প্রয়োজনীয় সতর্কতা
নৌ-পরিবহন ঝুঁকি ও প্রয়োজনীয় সতর্কতা