বুধবারের (সেপ্টেম্বর ১৮, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা
আজ বুধবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে ভারতের মিজোরাম রাজ্য ও মায়ানমারের সীমান্তবর্তী আরাকান পর্বতের উপরে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে যে মেঘ থেকে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে এই মেঘে উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। আজ দুপরের পরে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো এবং সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ছবি: জাপানের কৃত্রিম বহু-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (সকাল ৮ টা বেজে ৩০ মিনিট)।
আজ বুধবার বিভাগ ভিত্তিক বৃষ্টিপাত পূর্বাভাস নিম্নরূপ:
চট্টগ্রাম বিভাগ: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি দক্ষিণ-পূর্ব দিক থেকে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করবে। ফলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে শুরুতে বৃষ্টি হবে ও ধীরে-ধীরে চট্টগ্রাম জেলার দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি শুরুতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ভারতীয় সীমান্তের উপজেলাগুলোর উপর শুরু হয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ বুধবার ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বরিশাল বিভাগ: আজ বুধবার বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
খুলনা বিভাগ: আজ বুধবার খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ থেকে আবারও খুলনা বিভাগের জেলাগুলোর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ থেকে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ শুরু হতে পারে।
রাজশাহী বিভাগ: আজ বুধবার ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ থেকে আবারও রাজশাহী বিভাগের জেলাগুলোর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ থেকে আবারও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে মৃদু তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ বুধবার রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ থেকে আবারও রংপুর বিভাগের জেলাগুলোর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ থেকে আবারও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে মৃদু তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: আজ বুধবার ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ থেকে আবারও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ থেকে আবারও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে মৃদু তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস
পশ্চিমবঙ্গ রাজ্য: আজ বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমের বান্কুরা, পুরুলিয়া, ও মেদনিপুর জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ত্রিপুরা রাজ্য: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
আসাম রাজ্য: আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে পূর্বে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার (করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার) উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস
আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আর একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। সম্ভব্য এই নিম্নচাপটিও বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার এবং মায়ানমারের রাখাই রাজ্যের উপকূলবর্তী সমুদ্রের উপরে সৃষ্টির আশংকা করা যাচ্ছে আগামী ২২/২৩ শে সেপ্টেম্বর ( রবিবার/সোমবার)। সম্ভব্য এই নিম্নচাপটিও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। সম্ভাব্য আগামী নিম্নচাপটির কারণে আবারও চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে অতিক্রম করে ভারতে পশ্চিমবঙ্গের প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। সেই সাথে আবারও চট্টগ্রাম ও পার্বত্য চট্রগ্রমাের জেলাগুলোর উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। একই ভাবে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরেও ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সমুদ্রগামী জেলেদের জন্য উপকূলে ফেরার পরামর্শ
সম্ভব্য নিম্নচাপটি কক্সবাজার ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। ফলে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সমুদ্রগামী জেলেদের অবশ্যই ২১ শে সেপ্টেম্বরের মধ্যে উপকূলে ফেরত আসার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।