সোমবার রাতে ঢাকা শহরের উপরে কালবৈশাখী ঝড় পূর্বাভাস
ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টা। নিচে সংযুক্ত বজ্রপাত সম্ভাবনা মানচিত্রটি রাত ৯ টার সময় ঢাকা শহরের উপরে বজ্রপাতের সম্ভব্য তীব্রতা নির্দেশ করতেছে। ঢাকা শহরের চার পাশের সকল জেলার উপর দিয়ে এই কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে। আজ রাতে ঝড় ফরিদপুর-মাদারীপুর-মানিকগঞ্জ-মুন্সিগন্জের উপর দিয়ে ঢাকা শহরে প্রবেশ করে নরায়নগন্জ, নরসিংদী, কুমিল্লা ও ব্রাক্ষমণবাড়িয়া জেলার দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকে জাহড়খন্ড রাজ্যের সীমান্তে ইতিমধ্যে ঝড়ের সৃষ্টি হয়েছে যে ঝড় পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
ফলে আজ কালবৈশাখী ঝড় খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সংযোগস্থল জেলাগুলোর উপর দিয়ে ঢাকা শহরের দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ছবি: বাংলাদেশ বিমানবাহিনীর রাডার থেকে প্রাপ্ত সোমবার দুপুর ৩ টা বেজে ৫১ মিনিট সময়কার রিফলেকটিভিটি মানচিত্র। সবুজ রং হালকা বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি; লাল রং ভারি মানের বৃষ্টি; এবং মেজেন্টা রং শিলাবৃষ্টি নির্দেশ করে।