একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের (এপ্রিল ১৯, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৩ টি বিভাগে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের এবং ৫ টি বিভাগের তাপ-প্রবাহের আশংকা

Blog Image
Email : 4680k 12k

শুক্রবারের (এপ্রিল ১৯, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৩ টি বিভাগে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের এবং ৫ টি বিভাগের তাপ-প্রবাহের আশংকা

ছবি: আজ শুক্রবার বিকেল ৫ টার সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মানচিত্রে বাংলাদেশের সিলেট বিভাগ ছাড়া অন্য সকল বিভাগের আকাশ পুরোপুরি মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশও মেঘমুক্ত অবস্থায় রয়েছে।

আজ শুক্রবার বিভাগ ভিত্তিক বিস্তারিত পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:

সিলেট বিভাগ: আজ শুক্রবার রাত ৮ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে একাধিকবার কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশংকা অপেক্ষাকৃত বেশি সুনমাগন্জ ও সিলেট জেলার উপরে। সুনামগঞ্জের ছাতক উপজেলা, ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার উপরে বৃষ্টিপাত শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার উপরে প্রবেশের সম্ভাবনা বেশি।

চট্টগ্রাম বিভাগ: আজ শুক্রবার বিকেল ৬ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি, ও বান্দরবন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। সবচেয়ে শক্তিশালি কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে।

রংপুর বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন উপজেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।


ঢাকা বিভাগ: আজ শুক্রবার রাতে ঢাকা বিভাগের গাজীপুর, নারসিংহী, কিশোরগঞ্জ জেলাগুলোর বিভিন্ন উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ঢাকা শহর সহ ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ময়মনিসংহ বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের সামান্য কিছু সম্ভাবনা রয়েছ।


বরিশাল বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করা কিংবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

রাজশাহী বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করা কিংবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

খুলনা বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করা কিংবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ শুক্রবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সর্ব উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ রাতে পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চল ও দক্ষিণের জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

তাপ-প্রবাহ পূর্বাভাস:

আগামীকাল শনিবার রাজশাহী, রংপুর, ও খুলনা, ঢাকা, বরিশাল, ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে প্রচণ্ড তাপ-প্রবাহ অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।


বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে।

Related Post