একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবারের (মার্চ ৩১, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 4566k 12k

রবিবারের (মার্চ ৩১, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ রবিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ১০ টার মধ্যে দেশের ৫ টি বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।

 

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ২ টা বেজে ২০ মিনিটের দৃশ্যমান মানচিত্র যা সাধারণত মেঘের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহার করে থাকে আবহাওয়া-বিদরা।

সিলেট বিভাগ: আজ রবিবার সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে ২ বার শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথমবার সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ২য় বার রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে মধ্যে সুনামগঞ্জ, সিলেট জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় সবচেয়ে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।


ময়মনিসংহ বিভাগ: আজ রবিবার সন্ধ্যার পূর্বে ময়মনিসংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: আজ রবিবার রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সামান্য কিছু সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: আজ রবিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সামান্য কিছু সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা আপাত দেখা যাচ্ছে না। আজ রাত ৯ টার পূর্বে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


বিশেষ দ্রষ্টব্য: রাত ৯ টার সময় তথ্য বিশ্লেষ করে আবারও ঢাকা শহরের আজ রাতের বৃষ্টিপাত পূর্বাভাস আপডেট করা হবে।

 

চট্টগ্রাম বিভাগ: আজ রবিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র ব্রাক্ষমণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সামান্য কিছু সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা আপাত দেখা যাচ্ছে না।


ছবি: বাংলাদেশ বিমানবাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র (শনিবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিট)। সবুজ রং হালকা বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি; লাল রং ভারি মানের বৃষ্টি; এবং মেজেন্টা রং শিলাবৃষ্টি নির্দেশ করে।

বরিশাল বিভাগ: আজ রবিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ১০ টার মধ্যে বরিশাল বিভাগের কোন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রমের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

খুলনা বিভাগ: আজ রবিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ১০ টার মধ্যে খুলনা বিভাগের কোন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রমের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

রাজশাহী বিভাগ: আজ রবিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের কোন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রমের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ রবিবার বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের মেদনিপুর জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রবিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ১০ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও মধ্যাঞ্চলের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আজ রবিবার বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘন্টায় বাংলাদেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে যে স্থানে

-------> আজ রবিবার পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর জেলায় ২২ ডিগ্রী সেলসিয়াস।

-------> গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।


৩ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস

আগামী ৩ দিন (বুধবার পর্যন্ত) শুধুমাত্র সিলেট বিভাগের ৪ টি জেলা; ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনিসংহ জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষমণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


সিলেট বিভাগের হাওড় এলাকায় পাহাড়ি ঢল পূর্বাভাস

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ও আসামের করিমগঞ্জ জেলার উপরে প্রায় প্রত্যেক দিনও কিছু-না কিছু পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঈদের পূর্বে পাহাড়ি ঢলের আশংকা খুবই কম। যদি পাহাড়ি ঢলের কোন সম্ভাবনা নির্দেশ করে আবহাওয়া পূর্বাভাস মডেল, তবে তা অগ্রিম প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে।

 

বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে।

 

 

 

 

 

 

 

 

 

Related Post