আজ বুধবার সকাল ১০ টার মধ্যে ঢাকা শহর ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে
ভোর ৫ টা ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে ঢাকা শহরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়ের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছ।
আজ বুধবার দুপুর ১২ টার পূর্বে নিম্নলিখিত জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি:
----> রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
----> ঢাকা বিভাগের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
----> সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
----> ময়মনসিংহ জেলার নেত্রকোনা, ও জামালপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
----> রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।