মঙ্গলবারের (মে ৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: দেশের বেশিভাগ জেলার উপরেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা রয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিট সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে রংপুর, ময়মনিসংহ, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর মাঝারি থেকে ভারি ঘনত্বের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের সংযোগস্থলের জেলাগুলোর উপরে দুই বিপরীতমুখী বায়ুর সংঘর্ষের কারণে ঘন মেঘের সৃষ্টি হচ্ছে যা থেকে কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে যে কোন সময়। কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে পদ্মা, মেঘনা ও যমুনা নদীর উপরে খুবই উঁচু মেঘের সৃষ্টি হচ্ছে। ফলে আজ সরাদিন পদ্মা, মেঘনা ও যমুনা নদীর উপরে নৌযান চলাচল খুবই ঝুঁকিপূর্ণ।
বিশেষ করে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা বিভাগের উপরে ও মেঘালয় রাজ্যের উপর থেকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপরে ঘন মেঘ প্রবাহিত হচ্ছে যা বাংলাদেশ প্রবেশ করে শক্তিশালি ঝড়ের সৃষ্টির করবে আজ প্রায় সারাদিন। আজ মঙ্গলবার রাত ১২ টার মধ্যে দেশের সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ছবি: আজ মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিট সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মানচিত্র।
আজ মঙ্গলবার বিভাগ-ভিত্তিক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:
খুলনা বিভাগ: আজ মঙ্গলবার এই পূর্বাভাস প্রস্তুত করার সময় (সকাল ৭ টার বেজে ৩০ মিনিট) খুলনা বিভাগের সকল জেলার আকাশ ঘন মেঘে ঢাকা ও কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আজ মঙ্গলবার প্রায় সরাদিন একাধিকবার খুলনা বিভাগের সকল জেলাগুলোর উপরে মাঝারি থেকে খুবই ভারি বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ মঙ্গলবারও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে জলীয়বাষ্প যুক্ত মেঘ প্রবাহিত হওয়া অব্যাহত রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আগত উত্তর-পূর্বমুখি বায়ু ও ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দিক থেকে আগত পশ্চিম মুখি মেঘ খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের সংযোগস্থলের জেলাগুলোর উপরে সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে আর দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। দুই বিপরীতমুখী বায়ুর সংঘর্ষের কারণে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে (চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা) প্রচণ্ড ভারি বৃষ্টি, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ। খুলনা বিভাগের দক্ষিণের জেলাগুলোর উপরে আজ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি ও বজ্রপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আগত উত্তর-পূর্বমুখি বায়ু ও ঢাকা বিভাগের দিক থেকে আগত দক্ষিণ-পশ্চিম মুখি কালবৈশাখী ঝড় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের সংযোগস্থলের জেলাগুলোর উপরে সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ মঙ্গলবার সারদিন বরিশাল বিভাগের আকাশ মেঘলা থাকার আশংকা করা যাচ্ছে। আজ একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। আজও বরিশাল বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুই বিপরীতমুখী বায়ুর সংঘর্ষের কারণে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও বরিশাল জেলার উপরে।
ঢাকা বিভাগ: আজ মঙ্গলবার সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার পূর্বে ফরিদপুর, মাদরিপুর, শরিয়তপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, মানিকগঞ্জ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে কিশোরগঞ্জ ও নরসিংদী, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর জেলার উপরে শক্তিশালি কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা শহরের উপরে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস
ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ২ পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। ঢাকা শহরের চার পাশের সকল জেলার উপর দিয়ে এই কালবৈশাখী ঝড় অতিক্রম করবে। আজ ঝড় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অগ্রসরের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নরসিংদী, কুমিল্লা ও গাজীপুর এর দিক থেকে মুন্সিগন্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ মঙ্গলবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বজ্রপাত সহ একটি কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁ, রংপুর, নীলফামারী জেলার উপর দিয়ে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ মঙ্গলবার বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আগত উত্তর-পূর্বমুখি বায়ু ও ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দিক থেকে আগত পশ্চিম মুখি মেঘ খুলনা ও রাজশাহী বিভাগের সংযোগস্থলের জেলাগুলোর উপরে সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। দুই বিপরীতমুখী বায়ুর সংঘর্ষের কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর জেলার উপরে ভারি বৃষ্টি, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টার মধ্যে। বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে তীব্র বজ্রপাতের ঝুঁকি রয়েছে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: আজ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে একাধিকবার তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে আবারও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ মঙ্গলবার সকাল ১১ পর থেকে শুরু করে দুপুর ৩ টার মধ্যে সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে আবারও সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মধ্য রাতের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৬ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তর ভারতীয় অংশে চেরাপুঞ্জির উপরে খুবই ভারি বৃষ্টিপাতের আশংকা রয়েছে। আজ সারাদিন মেঘালয় রাজ্যের উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে ফলে আগামীকাল বুধবার সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।
ছবি: আজ মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৫৫ মিনিটের সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের মেঘালয় সীমান্তবর্তী জেলা ও উপজেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতের চিত্র।
চট্টগ্রাম বিভাগ: আজ মঙ্গলবার সকাল ৯ টার পর থেকে রাত ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর দিয়ে খুবই হালকা মানের বৃষ্টিপাত অতিক্রমের সামান্য সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামীকাল বুধবার সকাল ৯ টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের মানচিত্র।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
আজ মঙ্গলবার আবারও ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আগত উত্তর-পূর্বমুখি বায়ু ও ঢাকা বিভাগের দিক থেকে আগত দক্ষিণ-পশ্চিম মুখি বাতাস পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের সংযোগস্থলের জেলাগুলোর উপরে সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। দুই বিপরীতমুখী বায়ুর সংঘর্ষের কারণে পশ্চিমবঙ্গের মধ্য ও দক্ষিণের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ-পরগনা, নদীয়া, হাওড়া, হুগলী, কোলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া ও মালদহ জেলার উপরে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে পশ্চিমবঙ্গের সর্বোউত্তরের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ-পরগনা, নদীয়া, হাওড়া, হুগলী, কোলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া ও মালদহ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ আজ মঙ্গলবার সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে আসাম রাজ্যের করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন??ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ মঙ্গলবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য:
উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে।