সিলেট ও রংপুর বিভাগের উপরে বন্যা পরিস্থিতির আপডেট: ৬ (২২ শে জুন, শনিবার, ২০২৪)
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুসারে গতকাল শুক্রবার সকাল ৬ টার পর থেকে আজ শনিবার সকাল ৬ টার মধ্যে খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে। পুরো দেশের মধ্য মাত্র দুইটি স্থানে ৫০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে অপেক্ষাকৃত কম পরিমাণে বৃষ্টিপাত হয়েছে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপরে। ফলে সিলেট ও রংপুর বিভাগের নদ-নদীগুলোর পানি দ্রুত কমা শুরু করেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুসারে রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি সমতলের উচ্চতা বন্যা বিপদসীমার নিচে নমে এসেছে অনেক নদ-নদীর ক্ষেত্রে। আজ ২২ শে জুন সকাল ৬ টার সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুসারে রংপুর বিভাগের তিস্তা নদীর একটি মাত্র পয়েন্টে পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট বিভাগের বেশিভাগ নদীর উজানের পয়েন্টে পানির উচ্চতা বন্যা বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে ভাটি এলাকায় নদীর পানির উচ্চতা আজও বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। (২২ ই জুন সকাল ৬ টার সময় প্রাপ্ত তথ্য অনুসারে)
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুসারে সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে কিংবা বন্যা বিপদসীমার খুবই কাছা-কাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুসারে রংপুর বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে কিংবা বন্যা বিপদসীমার খুবই কাছা-কাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ ঘন্টার বৃষ্টিপাত পূর্বাভাস
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘন্টার বৃষ্টিপাত পূর্বাভাস অনুসারে পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে। ফলে আশা করার যাচ্ছে রংপুর বিভাগের নদ-নদীগুলোর বিশেষ করে তিস্তা, ধরলা, ও দুধকুমার নদীর পানির উচ্চতা আগামীকাল রবিবারের মধ্য আরও নিচে নেমে আসবে।