একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের (সেপ্টেম্বর ১৪, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: দিনের বিভিন্ন সময়ে ৮ টি বিভাগের উপরেই বৃষ্টিপাতের আশংকা

Blog Image
Email : 4568k 12k

শনিবারের (সেপ্টেম্বর ১৪, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: দিনের বিভিন্ন সময়ে ৮ টি বিভাগের উপরেই বৃষ্টিপাতের আশংকা

 

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল গতকাল শুক্রবার তা গত ১২ ঘন্টায় আরও সংগঠিত হয়ে ও কিছুটা শক্তি অর্জন করে আজ শনিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে আজ আগামীকাল শনিবার দিনের বিভিন্ন সময়ে ৬৪ টি জেলার উপরেই বৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত কোলকাতা শহরে অবস্থিত রাডার হতে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপটির কেন্দ্র সকাল ৮ টার সময় বাংলাদেশের যশোর ও সাতক্ষীরা জেলা এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও নদীয়া জেলার উপরে অবস্থান করতেছে। গভীর নিম্নচাপের প্রভাবে আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টা পর্যন্ত বাংলাদেশের সকল জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে। একই সময়ের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরেও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

যেহেতু গভীর নিম্নচাপ কেন্দ্রে বায়ু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাই নিম্নচাপটির কারণে সৃষ্টি হওয়া বৃষ্টি-যুক্ত মেঘ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় আঘাত করে পাহাড়ের ঢাল বেয়ে আকাশে উঠে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টি ঘটানোর প্রবল আশংকা করা যাচ্ছে আগামীকাল রবিবার সকাল ১০ টা পর্যন্ত। অর্থাৎ, আজ শনিবার সকাল ১০ টার পর থেকে ও আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে।

ছবি: জাপানের কৃত্রিম বহু-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (সকাল ৯ টা বেজে ৩০ মিনিট)।

আজ শনিবার বিভাগ ভিত্তিক বৃষ্টিপাত পূর্বাভাস নিম্নরূপ:

চট্টগ্রাম বিভাগ: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আগামী ২৪ ঘন্টা চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে নতুন করে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশংকা করা যাচ্ছে। গত ২৪ ঘন্টা প্রায় বিরতিহীন ভাবে বৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে পাহাড়ি ঢলের তীব্রতা বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। সেই সাথে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে ভূমি ধ্বসের প্রচণ্ড ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে গত ২৪ ঘন্টায়।

খুলনা বিভাগ: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টা পর্যন্ত খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আগামী ২৪ ঘন্টা খুলনা বিভাগের জেলাগুলোর উপরে ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট জেলার উপরে।

বরিশাল বিভাগ: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টা পর্যন্ত বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আগামী ২৪ ঘন্টা বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার উপরে।

ঢাকা বিভাগ: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ প্রায় সারাদিন ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বিকেল ৪ টার পরে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। আজ সারারাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

সিলেট বিভাগ: সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি শুরু হওয়ার সম্ভব্য সময় বিকেল ৫ টা থেকে রাত ১০ টার মধ্যে। আজ রাতে সিলেট বিভাগে জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের ময়মনিসংহ ও জামালপুর জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। আজ রাত ৮ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে নেত্রকোনা ও শেরপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

ছবি: বাংলাদেশ বিমানবাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র যা থেকে বৃষ্টিপাতের মান নির্ণয় করা হয়। সবুজ রং হালকা পরিমাণে বৃষ্টি, হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও লাল রং ভারি বৃষ্টি নির্দেশ করে।

 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস

পশ্চিমবঙ্গ রাজ্য: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরাণাঞ্চলের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার, দার্জিলিং জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্মান্য কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে।

ত্রিপুরা রাজ্য: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

আসাম রাজ্য: আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার (করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার) উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

ছবি: জাপানের কৃত্রিম বহু-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের শীর্ষের তাপমাত্রার চিত্র (সকাল ১০)। যে স্থানের মেঘের তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই সহানের মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানের মেঘ থেকে তত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকে।

 


চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর জন্য জীবন-রক্ষাকারী জরুরী বন্যা ও ভূমিধ্বস পূর্বাভাস

আজ রবিবারও চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে বৃষ্টি অব্যাহত রয়েছে। আশংকা করা হচ্ছে আজ সারাদিনও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত থাকার। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে। গত ২ দিন কক্সবাজার জেলার উপরে প্রায় ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যেই কক্সবাজার জেলায় পাহাড়ি ঢল ও বন্যা শুরু হয়েছে। আশংকা করা যাচ্ছে আজ সারাদিন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে ও ভূমিধ্বসের ঝুঁকি বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি পাহাড়ের ঢালে কিংবা পাহাড় চুড়ায় বসবাসর করা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিরে নেওয়ার জন্য।

Related Post