একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

আগামী ৭ দিনের (আগামী ৬ ই জুলাই পর্যন্ত) বৃষ্টিপাত পূর্বাভাস: সিলেট বিভাগে আবারও বন্যা শুরুর আশংকা

Blog Image
Email : 45649k 12k

আগামী ৭ দিনের (আগামী ৬ ই জুলাই পর্যন্ত) বৃষ্টিপাত পূর্বাভাস: সিলেট বিভাগে আবারও বন্যা শুরুর আশংকা

পশ্চিমা লঘু চাপ, বর্ষাকালের মৌসুমি বায়ুপ্রবাহ ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে (অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলের উপর অবস্থান করতেছে আজ শনিবার) সৃষ্টি হওয়া একটি লঘুচাপের কারণে আজ শনিবার থেকে শুরু করে আগামী ৭ দিন (৬ ই জুলাই পর্যন্ত) প্রায় প্রতিদিনই দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ঘটানোর পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। আগামী ৭ দিনের প্রতি দিনই ১০ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলাগুলোর উপরে। অর্থাৎ, কোন-কোন দিন কোন-কোন জেলার উপরে ২৪ ঘন্টার মধ্যে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে একক ভাবে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত। এই দিন সিলেট বিভাগের মেঘালয় সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার উপরে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই ৪ দিন (জুলাই মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত) অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি
আগামী ১০ দিন রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট ও রংপুর বিভাগের নদ-নদীগুলোর পানি আবারও বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।

আগামী ৭ দিনের প্রত্যেকদিন যে সকল বিভাগের উপরে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির আশংকা রয়েছে তা নিম্নরূপ: (ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাযুক্ত বিভাগসমূহ):

শনিবার (২৯ শে জুন):

আগামীকাল রবিবার দুপুর ৩ টার মধ্যে দেশের জেলাগুলোর উপরে ২০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার (৩০ শে জুন):

রবিবার দুপুর ১২ টার পর থেকে সোমবার দুপুর ১২ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে ৩০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (জুলাই ১):

সোমবার দুপুর ১২ টার পর থেকে মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে ৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সিলেট, রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (জুলাই ২):

মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে বুধবার দুপুর ১২ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে ২০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সিলেট, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (জুলাই ৩):

বুধবার দুপুর ১২ টার পর থেকে বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে ২০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (জুলাই ৪):

বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে শুক্রবার দুপুর ১২ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে ১০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (জুলাই ৫):

শুক্রবার দুপুর ১২ টার পর থেকে শনিবার দুপুর ১২ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে ১০ থেকে ৭৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে।

শনিবার (জুলাই ৬):

শনিবার দুপুর ১২ টার পর থেকে রবিবার দুপুর ১২ টার মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে ১০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেডেট ফোরকাস্টি সিস্টেম মডেল অনুসারে জুলাই মাসের ৬ তারিখ পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

আগামী ৬ ই জুলাই পর্যন্ত বিভাগ ভিত্তিক সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ:

সিলেট বিভাগ: ৫০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত
রংপুর বিভাগ: ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত
ময়মনসিংহ বিভাগ: ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত
চট্টগ্রাম বিভাগ: ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত
রাজশাহী বিভাগ: ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত
ঢাকা বিভাগ: ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত
খুলনা বিভাগ: ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত
বরিশাল বিভাগ: ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত


বন্যা পূর্বাভাস:


আগামীকাল রবিবার থেকে আবারও সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীর পানি সমতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আগামী সোমবারের মধ্যে আবারও সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এলাকা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেডেট ফোরকাস্টি সিস্টেম মডেল অনুসারে জুলাই মাসের ৬ তারিখ পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও ভারতের মেঘালয় রাজ্যের উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

 

Related Post