একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার (ফেব্রুয়ারি ১৬, ২০২৪) ও শনিবারের আবহাওয়া পূর্বাভাস: শনিবার থেকে আবারও দেশব্যাপী কুয়াশা বিস্তার লাভ করা শুরু করবে

Blog Image
Email : 4567k 12k

শুক্রবার (ফেব্রুয়ারি ১৬, ২০২৪) ও শনিবারের আবহাওয়া পূর্বাভাস: শনিবার থেকে আবারও দেশব্যাপী কুয়াশা বিস্তার লাভ করা শুরু করবে


আজ শুক্রবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের সময়কার রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ দুপুর ২ টার পর থেকে আগামীকাল শনিবার দুপুর ২ টার মধ্যে শুধুমাত্র সুনামগঞ্জ ও সিলেট জেলা ছাড়া দেশের অন্য ৬২ টি জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল ৮ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপজেলাগুলোর উপরে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ছবি: আজ সকাল ৬ টার বেজে ৩০ মিনিটের ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে কুয়াশার উপস্থিতি দেখা গেছে রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলার উপরে। আজ সন্ধ্যার পরে আবারও কুয়াশার উপস্থিতি দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের সময় প্রাপ্ত মেঘের চিত্র।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত কুয়াশা পূর্বাভাস

আজ রাত শুক্রবার সন্ধ্যার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৯ টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

আজকের দৈনন্দিন সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল সকালের শৈত্যপ্রবাহ আপডেট

আজ বৃহঃপতিবার (ফেব্রুয়ারি ১৫, ২০২৪) পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় ১৫ ডিগ্রী সেলসিয়াস। আগামীকাল শনিবার সকালে দেশের কোন জেলার উপর শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত, বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস

আজ শুক্রবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল শনিবার দুপুর ২ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের ২/৩ টি জেলার উপরে সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেদনিপুর, বান্কুরা ও পুরুলিয়া জেলার উপরে। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আজ রাত শুক্রবার সন্ধ্যার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৯ টার মধ্যে পশ্চিমবঙ্গের সর্ব-উত্তরের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার উপরে।

 

Related Post