একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের (আগস্ট ১৫, ২০২৪ ) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 4569k 12k

বৃহস্পতিবারের (আগস্ট ১৫, ২০২৪ ) আবহাওয়া পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপটি অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম ও মেঘালয় রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবন রয়েছে। একই সময়ে বাংলাদেশ ও পূর্বভারতীয় রাজ্যগুলোর উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি উঠার আশংকা করা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬ টা বেজে ২০ মিনিট সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে বাংলাদেশের বেশিভাগ জেলার আকাশ মেঘ মুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। আজ দেশের বেশিভাগ জেলা বৃষ্টি-মুক্ত অবস্থায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (সকাল ৬ টা বেজে ২০ মিনিট)

বরিশাল বিভাগ: আজ বৃহস্পতিবার বার সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

আগামীকাল শুক্রবারও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: আজ বৃহস্পতিবার খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দক্ষিণের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতে সামান্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে।

আগামীকাল শুক্রবার খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

রংপুর বিভাগ: আজ বৃহস্পতিবার রংপুর বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়,লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শুক্রবার রংপুর বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

আগামীকাল শুক্রবার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ময়মনসিংহ বিভাগ: আজ বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও ময়মনিসংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শুক্রবার ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

সিলেট বিভাগ: আজ বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সামান্য কিছু সম্ভাবনা রয়েছে। আজ রাতে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, মানিকগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই সামান্য পরিমাণে বৃষ্টির কিছু সম্ভাবনা (৪০ থেকে ৫০%) রয়েছে।

আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

রাজশাহী: আজ রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, চাপাই নবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকবে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
==============================================

সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী, কোলকাতা, মেদনিপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ কোলকাতা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।

ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস:
============================================

আজ ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
===============================================================
আজ আসাম রাজ্যের করিমগঞ্জ, হাইলাকান্ডি ও কাছার জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

Related Post