আগামী ১০ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (আগামী ৬ ই জুলাই পর্যন্ত)
পশ্চিমা লঘু চাপ, বর্ষাকালের মৌসুমি বায়ুপ্রবাহ ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সম্ভব্য মৌসুম লঘুচাপের কারণে আগামী ১০ দিন (৬ ই জুলাই পর্যন্ত) প্রায় প্রতিদিনই দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ঘটানোর পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। এই ১০ দিনে প্রতি দিনই গড়ে ১০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন বিভাগে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুলাই মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জুলাই মাসের ১ তারিখ সন্ধ্যার পর থেকে জুলাই মাসের ২ তারিখ সন্ধ্যা পর্যন্ত।
আগামী ১০ দিন রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট ও রংপুর বিভাগের নদ-নদীগুলোর পানি আবারও বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।
আগামী ১০ দিন দৈনন্দিন সম্ভব্য মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাযুক্ত বিভাগসমূহ:
শুক্রবার (২৮ শে জুন): রংপুর, ময়মনসিংহ, সিলেট
শনিবার (২৯ শে জুন): রংপুর, সিলেট, চট্টগ্রাম
রবিবার (৩০ শে জুন): চট্টগ্রাম, সিলেট, রংপুর
সোমবার (জুলাই ১): রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম
মঙ্গলবার (জুলাই ২): সকল বিভাগ। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশংকা।
বুধবার (জুলাই ৩): ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম
বৃহস্পতিবার (জুলাই ৪): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম
শুক্রবার (জুলাই ৫): খুলনা, রাজশাহী ও রংপুর
শনিবার (জুলাই ৬): রংপুর, ময়মনসিংহ, সিলেট
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেডেট ফোরকাস্টি সিস্টেম মডেল অনুসারে জুলাই মাসের ৬ তারিখ পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।