জুন মাসের ২৫ তারিখ পর্যন্ত সিলেট বিভাগের জেলাগুলোতে নিয়মিত বৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে
আজ বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ভারি বৃষ্টি হয়েছে যার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সিলেট শহরের অনেক স্থানে কয়েক ফুট পানির নিচে রাস্তা-ঘাট তলিয়ে গেছে। আজ বুধবার দিবাগত মধ্যরাতের পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে আবারও বজ্রসহ ভারি বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী স্থানে খুব ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতে।
আজ বৃহঃপতিবার দিন শেষে সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী স্থানের নদীগুলোতে পাহাড়ি ঢল নামা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আগামী ২৫ শে জুন পর্যন্ত ১০ দিনে সিলেট বিভাগের উপর ৫০০ থেকে ৯০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল (ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম) অনুসারে জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমান।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল (ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম) অনুসারে জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমান।
আগামী ২৫ শে জুন পর্যন্ত প্রায় প্রত্যেকদিন রাতে সিলেট বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করতেছে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো (আমেরিকার গ্লোবাল পথকষ্ট সিস্টেম ও ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম)।
আগামী ২৫ শে জুন পর্যন্ত ১০ দিনে সিলেট বিভাগের উপর ৫০০ থেকে ৯০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
ছবি: আমােরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল (গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম) অনুসারে জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমান।
ছবি: আমােরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল (গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম) অনুসারে জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমান।
জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানেও ভারি বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো (আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ও ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম)।
উপরে উল্লেখিত পূর্বাভাস অনুসারে নিয়মিত ভাবে বৃষ্টি হতে থাকলে আজ বৃহঃপতিবার দিন শেষে সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী স্থানের নদীগুলোতে পাহাড়ি ঢল নামা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।