একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

আজ (বুধ) ও আগামীকাল (বৃহঃপতিবার) এর বৃষ্টিপাত পূর্বাভাস: ঢাকা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Blog Image
Email : 459k 12k

আজ (বুধ) ও আগামীকাল (বৃহঃপতিবার) এর বৃষ্টিপাত পূর্বাভাস: ঢাকা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে বৃষ্টি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (২৩ শে জানুয়ারি, ২০২৪) মধ্যরাতের পর থেকে। গকাল মধ্যরাতের পর থেকে আজ বুধবার দুপুর ১২ টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর হালকা পরিমাণে বৃষ্টি হয়েছে স্বল্প সময়ের জন্য। আজ বুধবার ২৪ শে জানুয়ারি দুপুর ১ টার পরে মূল বৃষ্টিপাত বাংলাদেশের প্রবেশ শুরু করেছে খুলনা বিভাগের ভারতীয় সীমানবর্তী জেলাগুলোর উপর দিয়ে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা জেলার উপর গুড়ি-গুড়ি বৃষ্টি শুরু হয়েছে দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ ও বাংলাদেশ বিমানবাহিনীর যশোর জেলায় অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল ভোর ৬ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করতে পারে খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে।

আগামীকাল বৃহঃপতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ:

খুলনা বিভাগ: ২০ থেকে ৪০ মিলিমিটার
বরিশাল বিভাগ: ১০ থেকে ৩০ মিলিমিটার
চট্টগ্রাম বিভাগ: ১৫ থেকে ৩০ মিলিমিটার
ঢাকা বিভাগ: ৫ থেকে ১৫ মিলিমিটার


------> বৃষ্টিপাত প্রথমে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশে করে ঢাকা ও বরিশাল বিভাগের জেলাগুলোর দিয়ে অগ্রসর হচ্ছে।

------> বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগ দিয়ে প্রবেশ করে উত্তর-পূর্ব দিকের বিভাগগুলোর (বরিশাল, ঢাকা, চট্টগ্রাম) উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সম্ভাবনা বেশি।

-----> মূল বৃষ্টিপাত খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশে প্রবেশে শুরু করেছে আজ বুধবার দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে। এই বৃষ্টিপাত দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাক বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

--------> খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগের হাট, পিরোজপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা জেলার উপরে।

--------> ঢাকা বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর জেলার উপরে। তবে গুড়ি-গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানিকগঞ্জ, রাজবাড়ি, মুন্সিগন্জ, নরায়নগন্জ, নরসিংদী, ও ঢাকা জেলার উপরে।

-------> চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার জেলার উপরে।

---------> বরিশাল বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বুধবার সন্ধা ৬ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সন্ধার ৬ টার মধ্যে।

------> রাজশাহী বিভাগের রাজশাহী ও পাবনা জেলার উপরে হালকা পরিমাণে ও নাটোর, ও সিরাজগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই সামন্য পরিনাে গুড়ি-গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

------> ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বুধবার সন্ধা ৭ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে। বিশেষ করে জামালপুর ও ময়মনিসংহ জেলায়।

------> সিলেট বিভাগের সকল জেলায় গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বুধবার সন্ধা ৭ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।

-------> রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


১০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা (২ দিনে) রয়েছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:

সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, শরিয়তপুর, মুন্সিগন্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি জেলার উপরে।

৫ থেকে ২০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা (২ দিনে) রয়েছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:

ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ব্রাক্ষমনবাড়িয়া, ঢাকা, নরসিংদী, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার জেলায়।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম মডেল থেকে প্রাপ্ত নিচের চিত্রের দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

Related Post